একমাস রোজা রাখার পর শুক্রবার (১৪ মে) সকালে ঈদের নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর গ্রামের বৃদ্ধ রজব আলী মোড়ল (৯০)। ওই সময় তুচ্ছ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বৃদ্ধের বড় ছেলে রহমতুল্লাহ মোড়ল পিতাকে মারপিট করেন। সাথে অংশ নেন বৃদ্ধের ছোট ছেলে মহসীন মোড়লও।
ছেলেদের হামলায় আহত হয়ে দুইদিন হাসপাতালের বেডে ও দুই দিন বাড়িতে বিছানায় পড়ে কাতরাচ্ছেন বৃদ্ধ রজব আলী।
আহত বৃদ্ধ রজব আলী জানান, ‘বাড়ি ও মাঠ মিলে বেশ কিছু জমির মালিক তিনি। বহুদিন ধরে সেই জমি লিখে দিতে তাকে চাপাচাপি করছেন দুই ছেলে। ১০ বছর আগে বৃদ্ধ তার স্ত্রীকে হারান। এরপর থেকে ছেলেরা তাকে জমির দাবিতে নির্যাতন করে আসছেন। এরআগেও দুইবার ছেলেদের বিচার চেয়ে থানায় অভিযোগ করে ফল পাননি তিনি।’
তিনি আরো বলেন, ‘স্ত্রীকে হারানোর পর থেকে ছেলেরা আমাকে খেতে দেয় না। স্বামী বিদেশে থাকায় মেঝ মেয়ে হামিরা খাতুন আমার কাছে থাকে। ছোট মেয়ে জবেদা খাতুনকে একই পাড়ায় বিয়ে দিয়েছি। এই দুই মেয়ে আমাকে দেখাশোনা করে। ঈদের দিন সকাল সাড়ে সাতটার দিকে মুরগির খাবার দেওয়া নিয়ে আমার দুই ছেলে রহমতুল্লাহ ও মহাসীন এবং বড় ছেলের বউ রেখা ও তাদের ছেলে মনিরুল আমারে মারপিট শুরু করে। চিৎকার শুনে এগিয়ে আসলে তারা আমার দুই মেয়ে হামিরা ও জবেদাকেও মারপিট করে। একপর্যায়ে বড় ছেলে রহমত আমাকে উপরে তুলে আছাড় দেয়। ওইদিন বিকেলে দুই মেয়েসহ মণিরামপুর হাসপাতালে ভর্তি হই আমি। আমার ছোট মেয়ে এখনো হাসপাতালে ভর্তি আছে। আমি শনিবার বাড়ি ফিরিছি। এখন বিছানায় পড়ে কাতরাচ্ছি।’
‘তবে চারদিন পার হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।’
বৃদ্ধ বলেন, ‘আগেও দুইবার ছেলেদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে বিচার পাইনি। এবারও ছোট জামাই আজিজুর রহমান থানায় অভিযোগ করেছেন। আমি ছেলেদের উপযুক্ত শাস্তি চাই।’
তবে এই ব্যাপারে অভিযুক্ত দুই ছেলের বক্তব্য জানার চেষ্টা করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বৃদ্ধকে মারপিটের অভিযোগের বিষয়টি তদন্ত করছেন মণিরামপুর থানার এসআই যোগেশ মণ্ডল।
তিনি বলেন, ‘অভিযোগ অনুযায়ী একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। হাসপাতালের সার্টিফিকেট হাতে পেয়েছি। অধিকতর তদন্ত শেষে আজ (১৮ মে) মামলা রেকর্ড হয়েছে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]