নেত্রকোনার মদনে হাওরে বেড়াতে গিয়ে ৪আগস্ট বুধবার দুপুরে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারালেন ১৭ জন। এখনো দুজন নিখোঁজ আছেন।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ শহরের একটি মাদ্রাসার শিক্ষার্থী–শিক্ষকেরা মদন উপজেলার গোবিন্দশ্রী হাওরে বেড়াতে যান। হাওরের উচিতপুর ঘাটে বেলা দুইটার দিকে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। সেখান থেকে বেলা তিনটা পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে তাৎক্ষণিক আর কোনো তথ্য জানা যায়নি।
সুত্র প্রথম আলো
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]