করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কাল মঙ্গলবার ৩১ আগস্ট পর্যন্ত এখনকার মতোই বিধিনিষেধের মধ্যে চলবে অফিস। জনসাধারণও চলাচল করবে এই বিধিনিষেধের মধ্যে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ৩আগস্ট (সোমবার) এই তথ্য জানিয়েছেন। বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি হবে। তবে এখনকানর মতো সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তবে হাট-বাজার, দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত আটটা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এত দিন দোকানপাট সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখা গেছে।
বিধিনিষেধের বিষয়ে ৩আগস্ট আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, কোভিড-১৯ বিস্তাররোধ ও পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে দেশের সার্বিক কার্যাবলি ও জনসাধারণরের চলাচলে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত হয়েছে। সর্বশেষ ৩ আগস্ট পর্যন্ত এই বিধিনিষেধ ছিল।
সুত্র প্রথম আলো
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]