ফেনীর ৬ উপজেলায় স্বাস্থ্য ব্যবস্থা বেহাল। দুপুরের পর থেকেই হাসপাতালে ভূতুড়ে পরিবেশ তৈরি হয়। কোনো কোনো হাসপাতালের জরুরি বিভাগেও সেবা মিলছে না।
দাগনভূঞা উপজেলার হাসপাতালে জরুরি বিভাগের চিত্র ভয়াবহ। হাসপাতালের ভেতরে কুকুর-বিড়ালের উপদ্রপ আছে। অনেক সময় জরুরি বিভাগেও কুকুরের দেখা মেলে।
২১ জুন ওই হাসপাতালে গিয়ে দেখা যায় জরুরি বিভাগে চিকিৎসকের টেবিলে বসে আছে ৩টি কুকুর। এ নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবায়েত বিন করিম বলেন, পৌরসভায় কুকুর বেড়ে গেছে।
এ হাসপাতালে কোনো নৈশপ্রহরী নেই যে রাতে পাহারা দেবে। পাহারাদার না থাকায় রাতে কুকুর হাসপাতালে ঢুকে পড়ে। তিনি আরও বলেন, কুকুর নিধনে পৌর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় হাসপাতাল এলাকায় কুকুর বেড়ে গেছে। কুকুর নিধনে তিনি পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পরশুরাম উপজেলা হাসপাতালের চিত্রও বেহাল। ফুলগাজী উপজেলা হাসপাতালেও নিয়মিত চিকিৎসক পাওয়া যায় না। সরকারি ওষুধ না পেয়ে ফিরে যেতে হয় রোগীদের।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]