ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মেট্রোরেলের পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায় জুতার মালা ঝোলানো ছবি মুছে তুমুল সমালোচনার মুখে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে পুনরায় সেই ছবি আঁকা হয়। সোমবার সকালে ছাত্র-জনতা জমায়েত হয়ে সেই ছবিতে জুতা নিক্ষেপ করেছেন।
এ সময় শিক্ষার্থীরা, ‘শেখ হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘আওয়ামী লীগের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেন।
জুতা নিক্ষেপ করার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, এক কিশোর পিলারের ওপরে উঠে জুতা ও ঝাড়ু দিয়ে শেখ হাসিনার ছবিতে আঘাত করছেন। আর নিচ থেকে জুতা নিক্ষেপ করছেন শিক্ষার্থী ও সাধারণ জনতা।
প্রসঙ্গত, শেখ হাসিনার শাসনামলে মেট্রোরেলের রাজু ভাস্কর্য–সংলগ্ন দুই পিলারে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি আঁকে ছাত্রলীগ। ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর জনতা তার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ, রক্তের প্রতীকস্বরূপ লাল রং, ইটপাটকেল ও ঝাড়ু মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করে। ফলে এক সময়ের গ্রাফিতি জনতার ক্ষোভ ও ঘৃণার প্রতীকে রূপ নেয়। ফলে এর নামকরণ হয় ‘ঘৃণাস্তম্ভ’। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি মুছে ফেলার চেষ্টা করে। তবে তুমুল সমালোচনার মুখে কর্তৃপক্ষ জানায়, এটি ভুলবশত হয়েছে এবং ভবিষ্যতে এমন ভুল আর হবে না।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]