অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আর সুপারস্টার হৃতিক রোশন। বলিউডে এ দুজনের গল্প বহু পুরনো। কিন্তু এবার একটি সংবাদ মাধ্যমের খবরের টুইট ধরে কঙ্গনা নিজের প্রতিক্রিয়া জানালে আবার সামনে এলো তাদের পুরনো গল্প।
২০১৩ সাল থেকে ২০১৪ সালে কঙ্গনার ইমেল অ্যাকাউন্ট থেকে অসংখ্য ইমেল পেয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন হৃতিক। ২০১৬ সালে করা তার এফআইআর সাইবার সেল থেকে ক্রাইম ব্রাঞ্চে সিআইইউ (ক্রাইম ইনটিলিজেন্স ইউনিট) পাঠিয়ে দেওয়া হয়েছে৷
ভারতীয় সংবাদ মাধ্যম ‘নিউজ বাংলা ১৮’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, কঙ্গনা নিজের টুইটে লিখেছেন, ‘আবার গল্প শুরু ৷ আমাদের সম্পর্ক বিচ্ছেদের পর আর ওর ডিভোর্সের পর এত বছর কেটে গেছে। কিন্তু ও কখনোই চলে যেতে চায়নি। চায়নি অন্য মহিলার সঙ্গে ডেট করতে। কিন্তু যখন আমি সাহস নিয়ে ব্যক্তিগত জীবনে এগিয়ে যাচ্ছি ও আবার এক নাটক শুরু করল। হৃতিক রোশন কতদিন কাঁদবেন একটা ছোট অ্যাফেয়ারের জন্য?’
উল্লেখ্য, সামনেই মুক্তি পাবে কঙ্গনার বহু প্রতীক্ষিত তেজস ৷ এই ছবির জন্য তিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও দেখা করেছেন তিনি। তেজসের স্ক্রিপ্ট নিয়ে কঙ্গনা বায়ুসেনার সঙ্গেও কথা বলেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]