হৃদরোগে আক্রান্ত হয়েছেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোল্লা আমীর হোসেন।
রোববার (১৫ আগস্ট) বিকেলে যশোর শিক্ষাবোর্ডের আলোচনাকালে এ ঘটনা ঘটে। তাকে তাৎক্ষণিক খুলনা সিটি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র বলেন, চেয়ারম্যান এখন ভালো আছেন। পরীক্ষা-নীরিক্ষা চলছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে যশোর হাসপাতালে ও পরে খুলনায় নিয়ে যাওয়া হয়।
চেয়ারম্যানের স্ত্রীর বরাত দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক আরো বলেন, ‘তিনি কথা বলছেন। ভালা আছেন। কী কী সমস্যা হয়েছে তা জানতে ৭২ ঘন্টা অপেক্ষা করতে হবে।‘
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]