হেফাজতের নেতা মামুনুল হক নষ্ট ও ভণ্ড বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, কর্মী-সমর্থকরা এ ধরনের নেতাদের যেন বর্জন করে। এরা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করে। হেফাজতের মামুনুল হক আল্লাহর কসম খেয়ে বলেছেন মেয়েটি তার দ্বিতীয় স্ত্রী। আবার তার বিবাহিত স্ত্রীকে বলছেন এটা তার স্ত্রী না। এরকম একজনকে হেফাজতের সমর্থকরা নেতা হিসেবে মানেন এটা খুবই দুঃখজনক।
এ সময় তিনি আরও বলেন, দেশে ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল হয়নি। নানাভাবে সময় দিয়েছি আমরা কেবল নেটওয়ার্ক ব্যবসায়ীদের। আমরা চাই কেবল নেটওয়ার্ক অবশ্যই ডিজিটাল করতে হবে। যদি কেবল নেটওয়ার্ক ডিজিটাল না হওয়া তাহলে টেলিভিশন ক্ষতিগ্রস্ত হবে। আমরা ডিজিটাইজ করার জন্য নতুন করে সময় দিবো। যারা যে এলাকার জন্য লাইসেন্স পেয়েছে তাদের সেই এলাকায় থাকতে হবে। নতুনভাবে আরও কিছু কেবল নেটওয়ার্ক ব্যবসায়ীকে লাইসেন্স দেয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]