১০ দফা দাবিতে শ্রমিক আন্দোলন সাতক্ষীরার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগষ্ট ২০২০) রাত ৮টায় শহরের পাকাপোল মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় শ্রমিক আন্দোলন সাতক্ষীরার যুগ্ম আহবায়ক আসাদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স গিল্ডের সভাপতি জামাল আহমেদ বাদল।
তিনি বলেন, ১. অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণ ও নিয়োগপত্র প্রদান করতে হবে। ২. অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। ৩. বিদ্যমান আইন ও নীতিমালা কার্যকর বাস্তবায়ন করতে হবে। ৪.অপ্রাতিষ্ঠানিক কর্ম-খাতে শ্রম পরিদর্শকের পরিদর্শন ও আইনের প্রয়োগ বৃদ্ধি করতে হবে। ৫. শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও দক্ষতার যোগ্যদা যাচাই স্বীকৃত সনদের ব্যবস্থা করতে হবে। ৬. অপ্রাতিষ্ঠানিক খাতের প্রতিষ্ঠান সমূহ ও শ্রমিকদের নিবন্ধন পরিচয়পত্র প্রদানের মাধ্যমে ডাটাবেজ থৈরি করতে হবে। ৭. কর্মক্ষেত্রে সাহায্য সেবা নম্বর, অভিযোগ ও মতামত প্রদান বাক্র চালু করতে হবে। ৮. শ্রমিকদের সামাজিক সুরক্ষার পরিধি বিস্তৃত করতে হবে। ৯. অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের অধিকার আদায়ে ট্রেড ইউনিয়ন জোরদার করতে হবে। ১০. করোনা পরিস্থিতিকালীন অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজের বরাদ্দকৃত অর্থ শ্রমিকদের মাঝে দ্রুত বিতরণ করতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবুল হোসেন, সদর উপজেলা ইলেকটিশিয়ান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাশ, সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ও শ্রমিক আন্দোলন সাতক্ষীরার যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম।
শ্রমিক আন্দোলন সাতক্ষীরার সদস্য সচিব ফারুকুজ্জামানের সঞ্চালনায় সদর উপজেলা সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুল্লাহ, সদর উপজেলা স্বর্ণ ছাইমাটি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হক, সদর উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাফ্ফার হোসেন, সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের সদস্য সচিব মনিরুজ্জামান মনির ও পৌর নির্মাণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা শ্রমিক আন্দোলনের সদস্য সচিব ফারুকুজ্জামান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]