১২ সেপ্টেম্বর সাতক্ষীরার কলারোয়ায় আসছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজাক এমপি। তার আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী কৃষিমন্ত্রীর সফর সফল করতে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানা যায়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী জানান, 'মাননীয় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি’র সরকারি সফরসূচি অনুযায়ী আগামী ১১-১৩ সেপ্টেম্বর শনিবার-রবিবার ও সোমবার পর্যন্ত যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলা সফর করবেন। সাতক্ষীরা জেলার সফরসূচির অংশ হিসাবে রবিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় কলারোয়া উপজেলার কামারালী গ্রামে ও বাটরা গ্রামে উপস্থিত হয়ে গ্রীষ্মকালিন টমেটো মাঠ পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে বেলা দেড়টায় তিনি উপজেলা পরিষদে অবস্থান করবেন। পরে বেলা আড়াইটায় তিনি কলারোয়া ত্যাগ করে যশোর সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।'
এদিকে, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজাক এমপি’র কলারোয়ায় আগমনে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়েছেন প্রান্তিক কৃষক ও উপজেলার সর্বস্তরের মানুষ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]