১৩ আগস্ট মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ৯নং ঝাঁপা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীর ১৪ তম মৃত্যু বার্ষিকী।
সেকেন্দার আলী ২০০৭ সালের ১৩ অগাস্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাজগঞ্জের চন্ডিপুর গ্রামে ১৯৫৪ সালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশকে ভালোবেসে পাক হানাদারের ছোবল থেকে মুক্ত করার জন্য ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।
তিনি উপজেলা ও ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের একজন স্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন এবং যতদিন বেঁচে ছিলেন জনগণের কল্যাণে কাজ করেছেন। মণিরামপুর ভূমি রেজিস্ট্রি অফিসে তিনি সততার সহিত চাকরি করে গিয়েছেন দীর্ঘদিন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]