পদমর্যাদা, বেতন বৈষম্য নিরসন ও নিয়োগ বিধি সংশোধনের দাবিতে সারা দেশের ন্যায় কলারোয়ায় স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী অব্যাহত রয়েছে।
"ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান" এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৮ ডিসেম্বর) কর্মবিরতির ১৩তম দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে কর্মসূচি পালন করা হয়।
গত ২৬ নভেম্বর থেকে এই কর্মসূচি অব্যাহত রয়েছে।
বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের দেয়া কর্মসূচিতে অংশগ্রহন করেন উপজেলা হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শেখ আবু আজাদ, শাহাদৎ হোসেন, সদস্য সচিব আবুল বাশার, সদস্য সেলিমুজ্জামান, আবুল কাশেম, ইকরামুল কবির, মিজানুর রহমান, খোদেজা খাতুন, আব্দুল জলিল, উপদেষ্টা নুর মোহাম্মাদ, গোলাম সরোয়ার, বিকাল কুমার ঘোষসহ এ্যাসোসিয়েশনের সকল সদস্য।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, 'উপজেলা স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের আন্দোলনের দাবীতে ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর সরকার ঘোষিত পদমর্যাদা ও নিয়োগ বিধি সংশোধনের আশ্বাস দেয়া হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে গত ২২ বছর পেরিয়ে গেলেও এখনও পদমর্যাদা ও নিয়োগবিধি সংশোধন করা হয়নি।'
দাবী পূরণে সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করেছেন তারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]