যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত আদম সর্দারের ছেলে ইব্রাহিম সর্দার। সত্তুরের মত বয়স। ১৪ বছর ধরে নিঁখোজ ছিলেন।
সোমবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে তিনি বাড়ীতে আসেন। তাকে হঠাৎ দেখে বাড়ীর সকলে চমকে যান। দীর্ঘদিন পর বাড়ী ফিরে আসায় আনন্দ বেদনার মিশ্রনে এক অন্য রকম অনুভুতির সৃষ্টি হয়। অনেকদিন পর স্ত্রী ও ছেলে মেয়েরা তাকে কাছে পেয়ে ভিষন খুশি হয়েছে। পাড়ার লোকেরা বাড়ীতে ভীড় করছেন।
কেনো নিরুদ্দেশ ছিলেন ইব্রাহিম? কোনো সদুত্তোর তিনি দিতে পারছেন না।
শুধু বলছেন, জমির ঐ গন্ডগোলে শার্শা রেজিষ্ট্রি অফিস থেকে কিভাবে কোথায় গিয়েছিলেন তা তিনি নিজেও জানেন না।
তিনি জানালেন, ১৪ বছর আগে ভারতের সুবিতপুর গ্রামে যেয়ে ওঠেন অপরিচিত এক লোকের বাড়ীতে। কয়েকদিন থাকারপর চলে যান ডাকবাংলো গ্রামে। সেখানে দেড় মাস থাকার পর বসিরহাটের গন্ধরুপপুর গ্রামে সফিকুল ইসলাম এর বাড়ীতে তিনি আশ্রয় নেন। ১৪ বছর তিনি সেখানেই ছিলেন। বাড়ী ফিরে তিনি তেমন কিছুই বলতে পারছেন না।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]