ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ১৫ ডিসেম্বর ঢাকায় আসছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিনি বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার রাষ্ট্রপতি কোবিন্দের সফরসূচি ঘোষণা করে বলেছে, এ সফরের মধ্য দিয়ে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক প্রাধান্যের প্রতিফলন ঘটবে।
সফরকালে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে একটি প্রতিনিধিদল পর্যায়ে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাঁর সঙ্গে দেখা করবেন।
এদিকে ওই সফরের আগে মঙ্গলবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। জানা গেছে, তিনি ভারতের রাষ্ট্রপতির আসন্ন সফরের প্রস্তুতির খোঁজ নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করবেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]