অ্যালিগেটর বা এক প্রজাতির কুমিরের চামড়া দিয়ে বানানো ব্যাগ। দাম ২৬ হাজার অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ১৬ লাখ টাকা। এই ব্যাগ ফ্রান্স থেকে কেনেন এক অস্ট্রেলিয়ান নারী।
কিন্তু বৈধ অনুমতি ছাড়া আমদানি করায় ব্যাগটি নষ্ট করে ফেলা দেয়া হচ্ছে।
অস্ট্রেলিয়ার পার্থ শহরের সীমান্তে ব্যাগটি জব্দ করা হয়। অবৈধভাবে ব্যাগ আমদানির জন্য ওই নারীর ২৬ হাজার ৩১৩ অস্ট্রেলীয় ডলার নষ্ট হয়। তাই তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানায় দেশটির কৃষি, পানি ও পরিবেশ বিভাগ।
যদিও অ্যালিগেটরের চামড়ার তৈরি পণ্য অস্ট্রেলিয়ায় আমদানির অনুমতি রয়েছে। তবে এই প্রক্রিয়া কঠোরভাবে নিয়ন্ত্রিত। কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনডেঞ্জারড স্পিসিস অব ওয়াইল্ড ফোনা অ্যান্ড ফ্লোরা'র (সাইটস) নিয়ম অনুসরণ করা হয় এ ক্ষেত্রে। ক্রেতাদের ৭০ অস্ট্রেলীয় ডলারের বিনিময়ে এই অনুমতি নিতে হয়।
সূত্র : বিবিসি
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]