আব্দুল করিম: ১৭ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা সদর ব্রহ্মরাজপুরে ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট বৃত্তি উৎসব-২৪ পরীক্ষা ১৭ ডিসেম্বর ২৪ ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি ডা. জাহারুর ইসলামের নেতৃত্বে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ করেছে নিজ বিদ্যালয় সহ পাশ্ববর্তী ব্রহ্মরাজপুর সপ্রাবি, ধুলিহর মডেল সপ্রাবি, জাহানাবাজ সপ্রাবি, দহকুলা সপ্রাবি, বালুইগাছা সপ্রাবি, দামারপোতা সপ্রাবি, গোবিন্দপুর সপ্রাবি, কোমরপুর সপ্রাবি, পূর্বদহকুরা সপ্রাবি,, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সর্বোমোট ১১টি বিদ্যালয়ের ২৩৪ জন শিক্ষার্থী। ডিবি ইউনাইটেড হাইস্কুলের ৩ টি হল রুমে শিক্ষার্থীদের আনন্দ মুখর পরিবেশে এই পরীক্ষা অনুষ্টিত হয়।
অবিভাকদের দাবি এমন ব্যতিক্রম বৃত্তি উৎসব চলমান থাকলে আমাদের শিশুর মেধা বিকশে সহায়ক হবে। স্কুল কতৃপক্ষ এই বৃত্তি উৎসব প্রতিবছর চলমান থাকে তার জন্য অভিভাবকদের সহোযোগিতাও দাবি করেন।
স্কুলের শিক্ষক সমির মল্লিক, মনিরুজ্জামান, সুজন ঘোষ, সাগর দেবনাথ, মনিষা মল্লিক, ফারহানা সুলতানা সহ ৭ জন শিক্ষকের সার্বিক সহযোগিতায় বৃত্তি উৎসব বাস্তবায়ন করেন।
সার্বিক তত্ত্বাবধান ছিলেন ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]