ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর শুরু হচ্ছে।
সেদিন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
প্রথমবারের মতো ঢাকার বাইরে ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকবে কেন্দ্র।
করোনা পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।
এবার ৭ হাজার ১৪৮ আসনের বিপরীতে অংশ নেবেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, আগামী ১ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। পরদিন ২ অক্টোবর ‘খ’ ইউনিটের, ২১ অক্টোবর ‘গ’ ইউনিটের, ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের এবং ৯ অক্টোবর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার শিক্ষার্থীদের ভোগান্তি ও আর্থিক দিকটি লক্ষ্য রেখে এ বছর প্রথমবারের মতো দেশের সাত বিভাগের সাতটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়গুলো হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রবিশাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞার ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
তিনি আরও জানান, এ বছরের ভর্তি পরীক্ষায় মোট পাঁচটি ইউনিটে ৭ হাজার ১৪৮ টি আসনের বিপরীতে মোট আবেদন করেছে ৩২ হাজার ৪৩৪০ জন। তার মধ্যে, ক ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৯৫৭, আসন রয়েছে ১ হাজার ৮১৫, আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ দশমিক ৯৯। খ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৪৭ হাজার ৬৩২। আসন রয়েছে ২ হাজার ৩৭৮, আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ২০। গ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ২৭ হাজার ৩৭৪। আসন রয়েছে ১ হাজার ২৫০, আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ২১ দশমিক ৯। ঘ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৮৮১। আসন রয়েছে ১ হাজার ৫৭০, আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ৭৩ দশমিক ৮১। চ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১৫ হাজার ৪৯৬। আসন রয়েছে ১৩৫, আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ১১৪ দশমিক ৭৯।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]