নিজস্ব প্রতিনিধি: অবশেষে ১ আগস্ট শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে চালু হতে যাচ্ছে সাতক্ষীরার কলারোয়ার মডেল মসজিদটি।
আনুষ্ঠানিক উদ্বোধন প্রায় বছর দুয়েক আগে হলেও এতোদিন চালু হয়নি নিয়মিত নামাজ আদায়সহ মসজিদের কোন কর্মযজ্ঞতা। মুসল্লিদের দাবি ও সময়ের প্রেক্ষাপটে স্থানীয় উপজেলা প্রশাসন মডেল মসজিদটির কার্যক্রম ও নিয়মিত নামাজ আদায়ের লক্ষ্যে কাজ করেছেন। ফলশ্রæতিতে ১ আগস্ট শুক্রবার জুম্মার নামাজের মধ্যদিয়ে মসজিদটি চালু হতে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি ও আনুষাঙ্গিক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
মডেল মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম জানান, ইনশাল্লাহ ১ আগস্ট শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে মডেল মসজিদটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। মসজিদের দ্বিতীয় তলা সম্পূর্ণ ও তৃতীয় তলার অর্ধেক স্থানে পুরুষ মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন। আর তৃতীয় তলার বাকী অর্ধেক স্থানে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হচ্ছে।’
তিনি মুসল্লীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
উপজেলা মসজিদের নিয়মিত মুসল্লীরা ও স্থানীয়রা জানান- মডেল মসজিদ নির্মাণের জন্য কয়েক বছর আগে উপজেলা মসজিদ ভেঙে পাশে অস্থায়ী মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। তবে নানান কারণে মডেল মসজিদটি নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়নি। বছর দুয়েক আগে অসম্পূর্ণ অবস্থায় রেখে বিগত সরকার প্রধান ভার্চুয়ালি মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে মসজিদটি নির্মাণ কাজ যেমন সম্পন্ন হয়নি তেমনি নামাজ আদায়ের পরিবেশও তৈরি হয়নি। ফলে বাধ্য হয়ে পাশের অস্থায়ী মসজিদেই নিয়মিত নামাজ আদায় করে আসছিলেন মুসল্লিরা। আর বারবার দাবি করছিলেন মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করে নামাজের সুন্দর স্থানের পরিবেশ ব্যবস্থা বাস্তবায়ন করতে।
এরূপ প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় বাজেট সামান্য বাড়িয়ে ও ইউএনও জহুরুল ইসলামের সার্বক্ষনিক তদারকিতে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান অবশেষে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করেছে।
তারা আরো জানান, উপজেলা মসজিদটি চালু হলে একদিকে যেমন মুসল্লিদের নামাজ আদায়ের সুন্দর পরিবেশ তৈরি হবে তেমনি দীর্ঘদিন অব্যবহৃত থাকা নতুন স্থাপনাটি প্রাণচাঞ্চল্য হবে বলে।
১ আগস্ট শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে কলারোয়ার মডেল মসজিদটি চালু হওয়ার খবরে তারা উচ্ছাসিত।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]