আগামী ১ থেকে ১৪ এপ্রিল ভূমি সেবা পক্ষ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে ১৭ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ভূমি সেবা মাস উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের জন্য সেবা মাসের পরিবর্তে ভূমি সেবা পক্ষ পালনের সিদ্ধান্তের কথা জানিয়ে ভূমি মন্ত্রণালয়ে থেকে সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও সহকারী কমিশনারদের (ভূমি) কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ অধিশাখা থেকে গত ১০ মার্চ পাঠানো চিঠিতে জানানো হয়েছিল ১৭ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত পর্যন্ত ভূমি সেবা মাস উদযাপন করা হবে। ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালা এবং ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকল্পে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠানাদির কথা বিবেচনা করে আগামী ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ভূমি সেবা পক্ষ পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এমতাবস্থায়, ভূমি সেবা মাস পূর্বনির্ধারিত তারিখের পরিবর্তে আগামী ১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ভূমি সেবা পক্ষ পালনের অনুরোধ জানানো হয় চিঠিতে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]