করোনাভাইরাস পরিস্থিতিতে এবছরের স্থগিত হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সালে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়।
আগের সূচি মতোই আগামী বছরের অর্থাৎ ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত।
নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আগামী বছরের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপও পিছিয়ে গেছে। এই টুর্নামেন্ট এখন ২০২২ সালে।
আইসিসির বিজনেস ডেভেলপমেন্ট উইং ‘আইসিসি বিজনেস কর্পোরেশন ‘-এর শুক্রবারের ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।
এ বছরের বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় গত ২০ জুলাই। তবে আয়োজক নিয়ে সিদ্ধান্ত ঝুলে ছিল সেই সভায়।
স্থগিত হওয়া আসর আগামী বছরই আয়োজনে ইচ্ছুক ছিল অস্ট্রেলিয়া।
ভারতের চাওয়া ছিল, আগামী বছর তারাই আয়োজন করবে। যেহেতু ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপও হবে ভারতে, পরপর দুই বছরে দুটি বিশ্বকাপ আয়োজন তারা করতে চায়নি। এই নিয়ে চলছিল টানাপোড়েন। শেষ পর্যন্ত ভারতের চাওয়াই পূর্ণ হলো।
আগামী বছরের অক্টোবর-নভেম্বরে হবে ২০ ওভারের বিশ্বকাপের সপ্তম আসর, ফাইনাল ১৪ নভেম্বর। ২০২২ সালের আসরও হবে অক্টোবর-নভেম্বরে, ফাইনাল ১৩ নভেম্বর।
টুর্নামেন্টের ফরম্যাট থাকবে আগের মতোই। এ বছরের বিশ্বকাপের জন্য বাছাইপর্ব উতরেছিল যে দলগুলি, তারাই খেলবে আগামী বছরের আসরে। ২০২২ সালের আসরের জন্য নতুন করে বাছাইপর্ব হবে।
এবারের বিশ্বকাপের জন্য যারা টিকেট কেটে ফেলেছিলেন, তাদের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে আইসিসি।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এক বছর পিছিয়ে হবে ২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চে। এই টুর্নামেন্টের বাছাইপর্ব হবে আগামী বছর।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]