বাংলাদেশের প্রত্যেক জেলার শিশুদের অংশগ্রহণ ও পরিচালনায় জাতীয় পর্যায়ে চাইল্ড পার্লামেন্ট পরিচালিত হয়েছে।
২১ সেপ্টেম্বরে ২১তম বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের একনেক সম্মেলন কক্ষে উক্ত চাইল্ড পার্লামেন্ট অনুষ্ঠিত হয়। আয়োজক হিসেবে সার্বিক সহযোগিতায় ছিলেন, আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং বে-সরকারি উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল ও এনসিটিএফ।
এবারের চাইল্ড পার্লামেন্টের বিশেষ আলোচ্য বিষয় দেশের সুবিধা বঞ্চিত শিশুর অংশগ্রহণ, মতামত ও অধিকার বাস্তবায়ন নিশ্চিত করা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সিনিয়র সচিববৃন্দ।
চাইল্ড পার্লামেন্টে অন্যান্য জেলার মধ্যে সাতক্ষীরা সদরের ইটাগাছা এলাকার মো. সামস তুহিন নামে একজন শিশু সদস্য অংশগ্রহণ করেন। তিনি দীর্ঘ ৪বছর ধরে সাতক্ষীরা জেলা ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) নামক শিশু সংগঠনের সাথে নিরলসভাবে কাজ করছে। তুহিন বলেন, জাতীয় পর্যায়ে শিশু কেন্দ্রিক কোন প্রোগ্রামে এটাই আমার প্রথম অংশগ্রহণ। শিশু হিসেবে আমাদের সবাই অবহেলা করে। কিন্তু এই চাইল্ড পার্লামেন্টে অংশ গ্রহণ করতে পেরে আমি খুব খুশি। আমার এই অভিজ্ঞতা আমি আমার এলাকায় অন্যান্য শিশুদের কল্যাণে কাজে লাগাব।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]