যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২৪ আগস্ট শনিবার সকালে ঘোষিত করোনা পরীক্ষার ফলাফলে যশোরের ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের ও নড়াইলের ৬১ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
পরীক্ষণ দলের সদস্য, অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২০২ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা পজিটিভ এবং ১৪৫ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]