করোনার পরীক্ষা ও শনাক্ত কমেছে। কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ৮৮৬ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ২২ জন। এর মধ্যে হাসপাতালে ২০ জন ও বাড়িতে ২ জন।
২আগস্ট রোববার করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
এ দেশে ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ১৫৪ জন। আজকের ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ ৫৮৬ জন।
সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন।
গতকাল শনিবার ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯৯ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা যান ২১ জন।
ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ ৩ হাজার ৬৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ২১৩টি।
এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১১ লাখ ৮৯ হাজার ২৯৫টি নমুনা।
দেশে ৮২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।
সুত্র প্রথম আলো
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]