পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখলো অস্ট্রেলিয়া।
আজ রবিবারস্থানীয় সময় ভোরে তারা ইসলামাবাদে পৌঁছায়। এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে ১৯৯৮ সালে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া।
আগামী ৪ মার্চ প্রথম টেস্ট দিয়ে মাঠে গড়াবে সিরিজ। ৪-৮ মার্চ অনুষ্ঠেয় ম্যাচটির ভেন্যু রাওয়ালপিন্ডি। এরপর ১২-১৬ মার্চ দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচি এবং ২১-২৫ মার্চ তৃতীয় টেস্টের ভেন্যু লাহোর। টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড আজ পাকিস্তানে এসেছে।
টেস্ট সিরিজ শেষে আগামী ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে উভয় দল। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। আগামী ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এটিও ভেন্যুও রাওয়ালপিন্ডি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]