নিজস্ব প্রতিনিধিঃ ৩০ অক্টোবর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের উদ্যোগে ও ব্রাক ও খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে বিনামূল্যে ও স্বল্পমুল্যে চক্ষু ক্যাম্প উপলক্ষে গন্যমান্য ব্যক্তিদের সহিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) বেলা ১১ টার সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বিনামূল্যে ও স্বল্পমুল্যে চক্ষু ক্যাম্প উপলক্ষে গন্যমান্য ব্যক্তিদের সহিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক।
প্রধান আলোচক ছিলেন ব্রাক ও খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রোগ্রাম এরিয়া অফিসার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, জেলা ভুমিহীন সমিতির সভাপতি আব্দুস সামাদ, ইউপি সদস্য আব্দুস কদ্দুস, রফিকুল ইসলাম, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শহীদুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান মধু, নারিকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আব্দুর রকিব, আওয়ামী লীগ নেতা শেখ মোকসেদ আলী, জামে মসজিদের ইমাম খলিলুর রহমান, মফিজুল ইসলাম, ভুমিহীন নেতা রেজাউল করিম রেজাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]