কলারোয়া পৌরসভায় অসহায় ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। সরকার ঘোষিত ৩৩৩ নং এ ফোন দিয়ে খাদ্য সহায়তার আবেদনে ৪২ জনকে ওই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে পৌরসভা হলরুমে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, প্যানেল মেয়র (মহিলা) ফারহানা হোসেন, পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, জি,এম শফিকুল ইসলাম, আকিমুদ্দীন আকি, সন্ধ্যা রানী বর্মন, তৃতীয় লিঙ্গের দীতি খাতুন, রফিকুল ইসলাম, মেজবাহউদ্দীন নিলু, ইমাদুল ইসলাম, আলফাজ হোসেন, আসাদুজ্জামান তুহিন, পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমান, পৌর সচিব তুষার কান্তি দাশ, হিসাব রক্ষক ইমরুল হোসেন, ইমরান হোসেন, আবুল কালাম, সমাজ সেবক মাহফুজুর রহমানসহ সূধিবৃন্দ।
উল্লেখ্য, জন প্রতি খাদ্য সামগ্রীর প্যাকেটে এক হাজার টাকার মূল্যের চাউল, ডাল, চিনি, তৈল, পিঁয়াজ, রসুন, লবনসহ ১১ পদের খাদ্য দ্রব্য ছিলো বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]