সাগরে মাছ শিকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞার শেষ দিন শনিবার সন্ধ্যা থেকেই মাছ শিকারের জন্য গভীর সমুদ্রে যাত্রা শুরু করেছে জেলেরা।
শনিবার (২৩ জুলাই) সন্ধ্যার পর বেশিরভাগ ট্রলার ঘাট ছেড়েছে। কলাপাড়ার আলীপুর ও মহিপুর মৎস্য বন্দর থেকে শতশত ট্রলার জাল, জ্বালানী, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় বরফ নিয়ে সাগরে যাত্রা করেছে।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা বলছেন, তারা সরকারি নিয়ম মেনে অবরোধে মাছ শিকার করেননি। কোনো আড়তে মাছ বেচাকেনা হয়নি। কাল সকাল থেকে প্রতিটি আড়তে প্রচুর মাছ বিক্রির জন্য আসবে বলে তারা আশা করছেন। এতে তারা হয়তো লোকসান কিছুটা পুষিয়ে নিতে পারবেন।
এদিকে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জন্য বরাদ্দের ৮৬ কেজি করে চালের প্রথম দফায় ৫৬ কেজি করে চাল পেয়েছে কলাপাড়ার নিবন্ধিত ১৮ হাজার ৩০৫ জেলে পরিবার। তবে এখনও বাকি রয়েছে ৩০ কেজি করে চাল।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের প্রনোদনার দ্বিতীয় কিস্তির ৩০ কেজি করে চাল বরাদ্দ পেলেই বিতরণ করা হবে। আর নিষেধাজ্ঞা শেষ হলেও গভীর সমুদ্রে জেলেদের মৎস্য আইন মেনে মাছ শিকারের আহবান জানান।
মৎস্য বিভাগের হিসেব অনুযায়ী, অবরোধ চলাকালীন সমুদ্রে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় কলাপাড়ায় নৌ-পুলিশ, কোষ্টগার্ড ও নৌ-বাহিনীর অভিযানে ৪৮ ট্রলার মালিককে ছয় লাখ ৬১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে মৎস্য বিভাগের ভ্রাম্যমান আদালত। একই সময়ে ট্রলার থেকে জব্দ করা মাছ এক লাখ তিন হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।
।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]