আনুষ্ঠানিকভাবে আজ নিজের অবস্থান জানাবেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। সে অনুযায়ী আজ এ তারকার অবস্থান জানিয়েছেন তার মুখপাত্র ও বাবা হোর্হে মেসি। মেসির রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো নয় এবং ফ্রি ট্রান্সফারে দল ছাড়তে পারবেন বলে এবার লা লিগা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন তিনি।
লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসের কাছে লেখা চিঠিতে তার দাবি, ৭০০ মিলিয়ন রিলিজ ক্লজের হিসেবটা মেসির বার্সা ছাড়ার ঘোষণার পরই বাতিল হয়ে গেছে।
চিঠিতে হোর্হে মেসি তার ছেলের চুক্তির একটি অংশ আলাদা করে দেখিয়েছেন। যেখানে লিখা আছে, ‘এই ক্ষতিপূরণ প্রযোজ্য হবে না যদি খেলোয়াড়ের একতরফা সিদ্ধান্তটা ২০১৯-২০ মৌসুমের শেষে হয়। ’ তিনি যোগ করেন, ‘এ থেকে স্পষ্ট, ক্ষতিপূরণের ৭০০ মিলিয়ন ইউরো...আর কার্যকর নেই। ’
কিন্তু বার্সেলোনা দাবি করে আসছে, ওই ধারা কার্যকর করার মেয়াদ গত ১০ জুনে শেষ হয়ে গেছে।
আর মেসির সঙ্গে ক্লাবের ২০২০-২১ মৌসুম পর্যন্ত চুক্তি আছে, তাই আর্জেন্টাইন তারকাকে মৌসুম শেষ করেই যেতে হবে। তার যদি আগে যেতে চান তবে ৭০০ মিলিয়ন রিলিজ ক্লজ লাগবে।
মেসি বার্সা ছাড়ার ঘোষণা দেন গত ২৫ আগস্ট। তার বাবা এবং আইনজীবীরা মনে করেন, যেহেতু করোনার কারণে লিগ তিন মাসের মতো স্থগিত থেকে আগস্টে শেষ হয়েছে, তাই মৌসুম শেষে ফ্রি হয়ে গেছেন মেসি। এ নিয়েই দুই পক্ষের মধ্যে লড়াই চলছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]