আসন ৩০শে জানুয়ারী কলারোয়া পৌর সভার নির্বাচনে মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন হাওয়া জোরে সোরে বইয়ে চলছে, মেয়র, সাধারণ কাউন্সিলর এর পাশাপাশি প্রচার প্রচারণা দোড় ঝাপে বসে নাই সংরক্ষিত মহিলা কাউন্সিল প্রার্থীরা ।
সরোজমিনে ঘুরে দেখা যায় কলারোয়া পৌর সভার ৭,৮,৯ নং ওয়ার্ড অথাৎ, মুরারীকাটী দক্ষিন ৭, মুরারীকাটী উত্তর ৮ ও মির্জাপুর ৯ নং মিলে একটি সংরক্ষিত ওয়ার্ডে মোট ৫ জন মহিলা কাউন্সিলর প্রার্থী তারা হলো গত বারের মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা কারী তিনি তৃতীয় লিঙ্গের অধিকারী দিতী খাতুন আংটি প্রর্তীক, জাহানার খাতুন টেলিফোন প্রার্তীক, রুপা খাতুন চশমা প্রর্তীক, হামিদা আক্তার ময়না জবাফুল প্রর্তীক, ওশাহানাজ খাতুন আনারস প্রর্তীক নিয়ে নির্বাচন এ লড়াই চালিয়ে যাচ্ছেন। ৩টা ওর্য়াড ঘুরে দেখা যায় সংরক্ষিত মহিলা প্রার্থীগণ তাদের সাদা কালো পোষ্টারে ছেয়ে দিয়েছেন। তাছাড়া ও মাইকিং সহ ভোটারদের বাড়ি যেয়ে প্রার্থীরা নিজ নিজ জনপ্রিয়তা জানান সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। দিতী খাতুন আংটি প্রর্তীকে নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তিনি নির্বাচনে অল্প কিছু ভোটে লুৎফন নেছার নিকট পরাজিত হন । নির্বাচিত হয়েছিল তবে তিনি এবার ও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি জয়ী হলে এলাকার বিভিন্ন উন্নয়নসহ হাকে ডাকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। জাহানারা বেগম তিনি টেলিফোন প্রর্তীক নিয়ে নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি তিনটি ওয়ার্ডে মাইকিং, পোষ্টার এর পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি যেয়ে তার পক্ষে ভোট প্রার্থনা করছে এবং তিনি বলেন আমি শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী। হাসিনা আক্তার ময়না জবাফুল প্রর্তীক নিয়ে নির্বাচন মাঠে লড়াই করে যাচ্ছেন, তিনি নতুন প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে মুটামুটি বেশ এগিয়ে গিয়েছেন এবং তিনি রীতিমতো সকাল বিকেল ভোটাদের বাড়ি বাড়ি যেয়ে ভোট প্রার্থনা করছে। তার পোস্টার মাইকিং রীতিমতো চলার পাশাপাশি তিনি জয় হওয়ার আশাবাদী হয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। শাহানাজ খাতুন আনারাস প্রর্তীক নিয়ে নির্বাচন মাঠে লড়াই করে যাচ্ছেন তিনি প্রচার প্রচারণায় সর্বসময় ব্যস্ত, তিনি সকাল বিকেল ভোট মাঠে চষে বেড়াচ্ছেন, তিনি জয়ের ব্যপারে আশাবাদী। রুপা খাতুন চশমা প্রর্তীক নিয়ে নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি তিনটি ওয়ার্ডে চষে বেড়াচ্ছেন এবং বাড়ি বাড়ি যেয়ে নিজের প্রর্তীক চশমা প্রর্তীকে ভোট প্রার্থনা করছেন এবং বিজয়ী হলে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি জয়ের বিষয় শতভাগ আশাবাদী। তবে সব কথার একটাই কথা ৩০শে জানুয়ারীই বলে দিবে কে হবে জনগণের প্রতিনিধি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]