৮ দফা দাবিতে রেজিস্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের সিএ কামরুল ইসলামের কাছে ওই স্মারক লিপি প্রদান করেন জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট।
স্মারকলিপির দাবি গুলো হলো প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলো জাতীয়করণ, নীতিমালা ২০১৮ এর বাস্তবায়ন, ডাটাবেজ চুড়ান্তকরণ, মাদ্রাসায় পাঠদানের অনুমতির স্থগিত আদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশন প্রাপ্ত কোর্ড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলো বোর্ডের কোর্ডে অন্তর্ভূক্তকরণ, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, মাদ্রাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টিসহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার অটোপাসের প্রজ্ঞাপন জারি করণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আহবায়ক মোঃ আক্তারুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি হাফেজ কারী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মাঃ আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সাংংগঠনিক সম্পাদক জালালউদ্দীন, সহ-প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য খায়রুজ্জামান, হুমায়ুন কবির প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]