প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৩, ৯:১৩ অপরাহ্ণ
কলারোয়ায় ৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপণী
দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার( ১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে বালক গ্রুপের ফুটবলে ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশনকে পরাজিত করে খোর্দ্দ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বালিকা গ্রুপের ফুটবলে কয়লা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে শাকদাহ বালিকা বিদ্যালয়কে পরাজিত করে ।
কাবাডি (বালক) চ্যাম্পিয়ান হয়েছে চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় ও রানার্স আপ হয়েছে ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন। এছাড়া কলারোয়া গালর্স পাইলট হাইস্কুল ভেন্যুতে বালিকাদের হ্যান্ডবল ও কাবাডি তে চ্যাম্পিয়ান হয় রামকৃষ্ণপুর সৈয়দ কামাল বকত বালিকা বিদ্যালয় ও কাবাডি বালকদের খেলায় চ্যাম্পিয়ান চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় ও রানার আপ হয় কে,এল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও হ্যান্ডবল বালকে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ও রানার আপ হয় কয়লা মাধ্যমিক বিদ্যালয়।
এ দিকে, দাবা (বালক) বড়দের গ্রুপে চ্যাম্পিয়ান সরকারি পাইলট হাইস্কুলের বিদ্যা রায় ও রানার আপ খোর্দ্দ মাধ্যমিক বিদ্যালয়ের সাব্বির ইসলাম, দাবার মধ্যম গ্রুপে চ্যাম্পিয়ান কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের তোহা বিশ্বাস ও রানার্সআপ হয় সরকারি পাইলট হাইস্কুলের নাইমুর রহমান। অনুরুপভাবে দাবা বালিকা বড় গ্রুপে চ্যাম্পিয়ান সরকারি পাইলট হাইস্কুলের সিন্থিয়া রাহা ও রানারআপ হয় কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের পিংকি, মধ্যম বালিকা গ্রুপে চ্যাম্পিয়ান কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের মিম খাতুন ও রানার আপ সরকারি পাইলট হাইস্কুলের শামিমা আরা তুলি।
বিপুল সংখ্যক ছাত্র - ছাত্রী ও ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে ফুটবল খেলাগুলি পরিচালনা করেন ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন, কামরুজ্জামান বাবু ও সাজেদুল করিম তপু। অন্য খেলাগুলি পরিচালনা করেন আঃ গফুর, আঃ মান্নান, আমিরুল ইসলাম, মাহফুজা খানম, জামিলা খাতুন,স্বপন চৌধুরী, শেখ সেলিম, শফিকুল ইসলাম, আবুল কামাল আজাদ। খেলার ধারাভাষ্যে ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। উল্লেখ্য, সোমবার(১১ সেপ্টেম্বর) একই ভ্যেনুতে উপজেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও সহকারী কমিশনার( ভূমি) রিফাতুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]
Copyright © 2025 কলারোয়া নিউজ. All rights reserved.