দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির বিনামূল্যে সার ও বীজ বিতরণ হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা মুক্তমঞ্চে কৃৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজেন এ প্রণোদনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরীফ মোহাম্মদ তিতুমীর।
সম্মানিত অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ। উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা সীমান্ত কুমারের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। এসময় উপজেলার ২৪৩০জন কৃষকের মাঝে ৪৪৪০ কেজি গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও খেসারীর বীজ এবং ২০৭০০ কেজি পিএপি ও ২৪২৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]