দীপক শেঠ, কলারোয়া:কলারোয়ায় শারদীয় দূর্গা পূজায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়।
শুভ মহা অষ্টমী তিথিতে রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পূজায় দেয়াড়া ইউনিয়নের ঘোষপাড়া পূজা মন্ডপ সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে দর্শনার্থীদের সাথে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা বিনিময় করেন ইউএনও কৃষ্ণা রায় ।
তিনি বলেন ধর্ম যার যার রাস্ট্র সবার এই মন্ত্রে দীক্ষিত হয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। ধর্মনিরপেক্ষ সেই স্বাধীন দেশে সকল ধর্ম, বর্ণের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে ধর্মীয় উৎসব পালনের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেবেন বলে আশাবাদ প্রকাশ করেন। তিনি দেশের সার্বিক উন্নয়ন সাধনে ধর্মীয় উৎসব পালনের সাথে সাথে মানব কল্যাণে নিবেদিত হয়ে সকলকে মিলেমিশে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহবান জানান।
উপজেলা ব্যাপি শারদীয় দূর্গা পূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উৎযাপনে জনপ্রতিনিধি, সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ সহ পুলিশ প্রশাসন ও সকল দায়িত্বরত ব্যক্তিদের তিনি সহযোগীতা কামনা করেন। পূজা মন্ডপ পরিদর্শন শেষে মন্ডপে মন্ডপে উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দ্য বজায় থাকায় সন্তোষ প্রকাশ করে সকলের প্রতি শারদীয়ার শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, সনাতন ধর্মীয় নেতা নিরাঞ্জন ঘোষ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি ও পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]