শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা : " ডায়াবেটিসের ঝুকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন " এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা ডায়াবেটিক এ্যাসোসিয়েশন এর আয়োজনে মঙ্গলবার(১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা সার্কিট হাউস চত্বর হতে এক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা ডায়াবেটিক হাসপাতালে গিয়ে শেষ হয়। র্যালি পরবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. সরোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ডায়াবেটিক এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ডাঃ আজিজুর রহমান, সহ সভাপতি ডাঃ মোখলেছুর রহমান, ডাঃ আফতাবুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী,ট্রেজারার আলহাজ্ব মো. দ্বীন আলী, সদস্য আক্তারুজ্জামান, এড. ওসমান আলী,লাসমিন হোসেন, আজিজ হাসান বাবু। ক্যাম্পে রোগী দেখেন ডাঃ খালিদ সাইফুল্লাহ ও ডাঃ দেবদাস পাল। উল্লেখ ক্যাম্পে ৫ শতাধিক ডায়াবেটিস রোগীকে ফ্রী ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]