তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার তালায় মোজাম্মেল হক এন্ড মমতাজ বেগম ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(০৩ ফেব্রুয়ারি) সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় ১৮৬ জন অংশ গ্রহণ করে। এর মধ্যে ৪০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ হয়।
পরীক্ষা ফলাফল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার অসিম কুমার সরকার, মোজাম্মেল হক, ইউনিটি এক্সক্লুসিভ প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী মোঃ মাহবুবুল হক, স্কোয়াড্রন লীডার মোঃ টিপু সুলতান (অবঃ মেজর) । এ সময় আরো উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন ক্লাস্টার প্রধান শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, ৪০ জন শিক্ষার্থী মধ্যে প্রথম ১০ জন ৫ হাজার টাকা এবং পরবর্তী ১০ জন করে যথাক্রমে ৩ হাজার,২ হাজার, ১ হাজার টাকা করে পাবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]