জুলফিকার আলী,কলারোয়া: কলারোয়ায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা ও উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭মার্চ) দুপুর থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে ২টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টার মালিককে জরিমানা করা হয়। কলারোয়ার খোরদো বাজারের এঅভিযান পরিচালনা করেন জেলা সিভিল সার্জন ডা: শেখ সুফিয়ান রুস্তম ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম। ২টি ক্লিনিককের নিবন্ধন না থাকায় ১০ হাজার টাকা জরিমানা ও ২টি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হলো-উপজেলার খোরদো সার্জিক্যাল ক্লিনিক, খোরদো পল্লী সেবা কেন্দ্র
ক্লিনিক, ইভা ডায়াগনস্টিক সেন্টার ও গাজী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
অভিযান চলাকালে জেলা সিভিল সার্জন ডা: শেখ সুফিয়ান রুস্তম বলেন, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলাব্যাপি অভিযান শুরু হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের হিসেবে ২৪০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তথ্য রয়েছে। আমার প্রতিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছি নিবন্ধন আছে কিনা তা যাচাই করছি। যেখানে নিবন্ধন নবায়ন নাই সেখানে জরিমানাসহ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা করছি। এ অভিযান অব্যহত থাকবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]