কলারোয়া উপজেলার হেলাতলায় ৪ খুনের ঘটনায় শোক জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বৃহস্পতিবার (১৫অক্টোবর) ভোররাতে উপজেলার খলসি গ্রামে স্বামী, স্ত্রী ও দুই সন্তান হ্ত্যার ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার খলসি গ্রামের মৃত শাহাজান আলীর ছেলে মাছের ঘের ব্যবসায়ী শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩৫), ছেলে সিয়াম হোসেন মাহি (১০) ও মেয়ে আনিকা তাসলিম (৮)।
নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রাহানুর ইসলাম জানান, বাড়িতে মা ও বড় ভাইয়ের পরিবার সহ তারা ছয়জন থাকতেন। মা বুধবার আত্মীয়ের বাড়িতে ছিলেন। তিনি (রাহানুর) ছিলেন পাশের ঘরে। ভোরে পাশের ঘর থেকে তিনি বাচ্চাদের গোঙানির শব্দ শুনতে পান। তাৎক্ষণিক এগিয়ে গিয়ে দেখেন ঘরের বাইরে থেকে আটকানো আছে। দরজা খুলে দেখা যায় বিভৎস দৃশ্য।
কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু জরুরী কাজে ঢাকায় অবস্থান করছিলেন। এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনার খবর পেয়ে তিনি ঢাকা থেকে ফিরে কলারোয়াতে না গিয়ে সরাসরি ঘটনাস্থলে এসেই নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এরপর হেলাতলা ইউনিয়ন পরিষদের অফিস রুমে অবস্থান নিয়েছেন লাশ সাতক্ষীরা হতে আসার অপেক্ষায়। তিনি তাৎক্ষণিক হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সাথে পরামর্শ করেই এ রাতেই ৪টি কবর খোঁড়ার জন্য দায়িত্ব নিয়েছেন তিনি। তিনি গভীর রাত পর্যন্ত বসে থেকে কবর খোঁড়ার কাজ তদারকি করেছেন বলে জানায় উপজেলা চেয়ারম্যানের সাথে থাকা তার ভাই কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান।
রাত ৩টার দিকে সেই ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]