সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি: কেশবপুর মঙ্গলকোট মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার ৩০ ডিসেম্বর সাকালে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় ও শহীদ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী ও শহীদ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ২০২৩ হতে ২০২৪ শিক্ষার্থীদের বাৎসরিক পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবু শাহীন ও আসাদুজামান মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, মঙ্গলকোট বাজার কমিটির সভাপতি মোঃ জুলফিকার আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মফিজুর রহমান, শিক্ষক ও অভিভাবক মাসুম বিল্লাহ, অভিভাবক রেজাউল ইসলাম প্রমুখ। স্কুলের শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থী হয়েছে ৮ম শ্রেণীর জোবায়ের রহমান সাইব।
অন্যদিকে শহীদ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য জনাব আলী মোড়ল এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল কবির-এর সসঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তপন কুমার সরকার, প্রধান অতিথির বক্তৃতা করেন, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক মোঃ নিছার আলী সরদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইউছুপ আলী প্রমূখ। স্কুলের শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থী হয়েছে ৪র্থ শ্রেণীর সকাল ঘোষ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]