বৃহস্পতিবার, মে ২, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার, আগস্ট ১৭, ২০২০

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

কবিতা : “শোকাবহ আগস্ট”

“শোকাবহ আগস্ট” ডা. গোলাম রহমান ব্রাইট বেঁচে থাকলে জাতির পিতার বয়স একশো বছর হতো অবিসংবাদিত বরেণ্য নেতা অবদান রেখেছেন কত-শত! পনের আগস্টে ঘাতকের নৃশংসতায় ঝরে গেল তাঁর প্রাণ বাকি সদস্যরাও নারকীয় হামলা থেকে পায়নি পরিত্রাণ। আগস্ট মাস হলো বাঙালির জন্য শোকের চাদরে ঢাকা এজন্য দেখি এ মাসের ছবিগুলো বেদনার তুলিতে আঁকা। মানুষরূপী হায়েনারা পরখ করে চলেছে তাজা রক্তের ঘ্রাণ বঙ্গবন্ধু ছাড়াও কেঁড়ে নিয়েছে সেদিন ষোলোটি তাজা প্রাণ। ২০০৪ সালের একুশে আগস্টবিস্তারিত পড়ুন