কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ জানুয়ারী) সকাল ১১ টায় স্কুল চত্ত্বরে বই বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যামক শিক্ষা অফিসার আব্দুল হামিদ। স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী। সিনিয়র শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহীর পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাংবাদিক ও পৌর কাউন্সিলর প্রার্থী প্রাক্তন ছাত্র আসাদুজ্জামান আসাদ, শিক্ষক আবু সাঈদ মাহমুদ, মাস্টার আব্দুল মান্নান, মাও: কামরুজ্জামান, মাস্টার মহিউদ্দীন কবির, উত্তম কুমার পাল, রবিউল ইসলাম, গোলাম রসুল, হোসনে আরা, রোজিনা খাতুন, রেহেনা খাতুন ও কণাসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি অনুসরন করে স্কুলের ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সরকারি বই বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]