ফেনীর সোনাগাজী উপজেলায় বাড়ির উঠানে বজ্রপাতে দুই ভাই–বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল১০টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলো তামান্না আক্তার (১৫) ও তার ফুফাতো ভাই আল আমিন (৬)। তামান্না উপজেলার আলমপুর এলাকার মো. সোলাইমানের মেয়ে। সে স্থানীয় কাটাখিলা সামাদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণি ছাত্রী ছিল। আর আল আমিন একই এলাকার বাহার উল্যাহর ছেলে। সে কাজীরহাট কারামতিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলমপুর এলাকায় সকালে বৃষ্টি শুরু হয়। তামান্না আক্তার তাঁর ফুফাতো ভাই আল আমিনকে ছাতার নিচে নিয়ে ঘরে আসতে শুরু করে। এ সময় বাড়ির উঠানে হঠাৎ বজ্রপাতে দুজনের শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই আল আমিন মারা যায়। পরে তামান্নার মৃত্যু হয়।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ চরদরবেশ এলাকায় অপর এক বজ্রপাতের ঘটনায় দুজন আহত হয়েছেন। আহত দুজন হলেন আকবর হোসেন (২২) ও শিরিনা আক্তার (১৫)। তাঁরা উপজেলার দক্ষিণ চরদরবেশ এলাকার বাসিন্দা। এ ছাড়া বজ্রপাতে গৃহপালিত দুটি মহিষের মৃত্যু হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, বজ্রপাতে দুই শিক্ষার্থী মারা গেছে। অপর এক বজ্রপাতের ঘটনায় দুজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসব ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]