সোমবার, মে ৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১২ কেজির

এলপি গ্যাসের সিলিন্ডারের সরকারি দাম ১ হাজার ৪৯৮ টাকা, বিক্রি হয় ইচ্ছেমতো

বাজারে এলপি গ্যাসের দাম নিয়ে চলছে নৈরাজ্য। ১২ কেজির একটি সিলিন্ডারের দাম সরকারিভাবে ১ হাজার ৪৯৮ টাকা বেঁধে দেয়া হলেও তা শুধু কাগজেই। বিক্রেতারা নিজেদের ইচ্ছেমতো দামে এলপি গ্যাসে বিক্রি করছেন। কোনো কোনো জায়গায় ১২ কেজির একটি সিলিন্ডার ২ হাজার টাকাতেও মিলছে না।

এক সিলিন্ডার এলপি গ্যাস কিনতেই প্রতি মাসে ২১৫ কোটি টাকা গচ্চা দিচ্ছেন ভোক্তারা। আর সমন্বিতভাবে এই অর্থ লোপাটে নেতৃত্ব দিচ্ছে উৎপাদনকারী মিল, ডিলার আর খুচরা বিক্রেতারা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোক্তা অধিকারের সভাকক্ষে এক বৈঠকে এ দাবি করেন অধিদফতারের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই অপকর্মের যথেষ্ট প্রমাণ আছে দাবি করে তিনি বলেন, অভিযান চালিয়েও সিলিন্ডার কারসাজি দমন করা যাচ্ছে না।

মিলগেট থেকেই এলপি গ্যাসের দাম বেশি রাখা হচ্ছে, এ নিয়ে সংস্থাটির কাছে যথেষ্ট প্রমাণ আছে বলে দাবিও করেন এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেন, প্রতি মাসে শুধু এলপি গ্যাস কিনতেই ভোক্তারা সোয়া ২০০ কোটি টাকার বেশি গচ্চা দিচ্ছেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানগুলোতে উঠে আসা তথ্য বলছে, একজন ক্রেতাকে প্রতিটি ১২ কেজির সিলিন্ডার কিনতে গড়ে ২৫০ টাকারও বেশি বাড়তি গুনতে হচ্ছে। সে হিসাবে ভোক্তারা বাড়তি ২২৫ কোটি টাকারও বেশি খরচ করছেন। এই বিশাল অঙ্কের অর্থ পকেটে ভরছেন এলপি গ্যাস উৎপাদন আর বিপণনের ত্রিমুখী সিন্ডিকেট। যার যথেষ্ট প্রমাণ সরকারের হাতে আছে বলেই দাবি অধিদফতরের।

এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান বলেন, নির্ধারিত দামে বাজারে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে না। আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ।

তবে সিলিন্ডারের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর দায় নিতে রাজি নয় কেউই। বরং একে অন্যের ওপর দোষ চাপিয়ে যাচ্ছেন মিলার আর খুচরা বিক্রেতারা।

মিল মালিকদের দাবি, এলসি (ঋণপত্র) খুলতে না পারায় এলপি গ্যাস উৎপাদন সংকটে পড়েছে মিলগুলো।

এদিকে এনার্জি রেগুলেটরি কমিশন এলপি গ্যাসের দাম যৌক্তিক হারে বাড়ায়নি বলে মনে করেন উৎপাদনকারীরা।

বাজারে এলপি গ্যাসের দাম নিয়ে চলছে নৈরাজ্য। ১২ কেজির একটি সিলিন্ডারের দাম সরকারিভাবে ১ হাজার ৪৯৮ টাকা বেঁধে দেয়া হলেও তা শুধু কাগজেই। বিক্রেতারা নিজেদের ইচ্ছেমতো দামে এলপি গ্যাসে বিক্রি করছেন। কোনো কোনো জায়গায় ১২ কেজির একটি সিলিন্ডার ২ হাজার টাকাতেও মিলছে না।

একই রকম সংবাদ সমূহ

আয়কর রিটার্ন নিয়ে কঠোর হচ্ছে এনবিআর

যারা আয়কর রিটার্ন জমা দেন না কিংবা নানাভাবে কর ফাঁকি দেন বাবিস্তারিত পড়ুন

বাংলাদেশিদের ভ্রমণ ভিসা নিয়ে সুখবর দিল আরব আমিরাত

সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট (ভ্রমণ) ভিসা চালু করল সংযুক্ত আরববিস্তারিত পড়ুন

এলপি গ্যাসের দাম কমলো

ভোক্তা পর্যায়ে ১২ লিটার সিলিন্ডারের এলপি গ্যাসের দাম ১৯ টাকা কমিয়ে ১বিস্তারিত পড়ুন

  • সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই
  • এপ্রিলে এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স
  • আমরা নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতাকে সম্মান করি: তারেক রহমান
  • ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: আলী রীয়াজ
  • সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান
  • ১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান
  • সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া
  • বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ
  • বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে ধাক্কা
  • ৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া
  • পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
  • অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব