সোমবার, জুলাই ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় একই স্থানে বিএনপি’র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির দুই গ্রুপ কর্মী সম্মেলন ডাকে। এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ আদেশ জারি করেন। যা বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয় ওই আদেশে।

জানা গেছে, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকীর সমর্থিত একটি পক্ষ নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনের আয়োজন করে। নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও উপজেলা কমিটির যুগ্ম-আহবায়ক মাসুম বিল্লাহ এর নেতৃত্বে এ আয়োজন করা হয়। এ আয়োজন ঘিরে সেখানে সভা মঞ্চ করা হয়। সেই সাথে সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়।
এরই মধ্যে উপজেলা বিএনপি’র আহ্বায়ক সিরাজুল ইসলামের সমর্থিত পক্ষ সেখানে কর্মী সম্মেলনের ডাক দেয়। একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেওয়ায় এবং উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এদিকে, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আশে পাশে এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় হাদিপুর মোড় এলাকায় সংক্ষিপ্ত পরিসরে সম্মেলনের আয়োজন করে মহিউদ্দীন সিদ্দিকী সমার্থিত বিএনপি গ্রুপ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী। সম্মেলনে মো. মাসুম বিল্লাহকে সভাপতি, প্রভাষক কামাল হোসেনকে সাধারণ সম্পাদক, রাজিব হোসেন রাজুকে সাংগঠনিক করে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী জানান, কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমরা ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের আয়োজন করি। কিন্তু সেখানে আরও একটি কর্মসূচির ডাক দেওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওই স্থান এড়িয়ে হাদিপুর এলাকায় ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করি।

এদিকে, উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম জানান, আমি বিশেষ কাজে বাহিরে ছিলাম। ১৪৪ ধারা জারির খবর দ্রুত এলাকায় ফিরে আসি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের নির্দেশ মেনে কর্মসূচি প্রত্যাহার করেছি। কিন্তু অপর একটি গ্রুপ আইন অমান্য করে হাদিপুরে সমাবেশ করেছে।

দেবহাটা থানার ওসি হযরত আলী জানান, আইনশৃঙ্খলা অবনতি হয় এমন কর্মকান্ড প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। যেকোন বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে আমরা তৎপর আছি।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান জানান, গাজীরহাট বাজার এলাকায় বিএনপি’র দুই গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকে। এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।
তিনি আরো জানান, দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থি সম্মুন্নত রাখতে কাজ করে যাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মেয়াদ উত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সাতক্ষীরায় ২০বিস্তারিত পড়ুন

পরিবেশ রক্ষায় সাতক্ষীরায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : ‘একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক বাংলাদেশ” এমনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আব্দুর রহমান, সাতক্ষীরা: গণঅভ্যুত্থান- ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সাংবাদিক মনি সড়ক দু*র্ঘটনায় অসু*স্থ, সাংবাদিক ফোরামের সু*স্থতা কামনা
  • সাতক্ষীরা জেলা তরুন দলের আহবায়ক কমিটি ঘোষণা: সভাপতি সুলতান, সচিব বাশার
  • সাতক্ষীরায় আপ বাংলাদেশের গণসংযোগ পদযাত্রা ও পথসভা
  • সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা উন্নয়ন সভা
  • সাতক্ষীরা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
  • গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল
  • গোপালগঞ্জে হামলা ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ
  • সাতক্ষীরায় অসুস্থ সাংবাদিককে দেখতে গেলেন সাংবাদিক কল্যাণ পরিষদ
  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে সাতক্ষীরায় পোস্ট কার্ড বিতরণ উদ্বোধন
  • কলারোয়া ও সাতক্ষীরা সীমান্তে ২ কেজি গাঁজাসহ আটক ১
  • সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা
  • সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ