কিছু চাঁদাবাজের জন্য বিএনপিকে কলঙ্কিত করা যাবে না: ইশরাক


কিছু চাঁদাবাজের জন্য বিএনপিকে কলঙ্কিত করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।
রোববার (১৬ মার্চ) বিকেলে বংশালের নর্থ-সাউথ রোডের সূরিটোলা স্কুল মাঠে আয়োজিত এক কর্মশালায় কর্মসূচিতে ৩১ দফা উপস্থাপন ও বিশ্লেষণকালে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ‘৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্তি’ শীর্ষক এ কর্মশালা আয়োজন করে স্থানীয় বিএনপি।
ইশরাক হোসেন বলেন, ‘বিএনপির সুনাম ক্ষুন্ন করার জন্য দুয়েকজন অপকর্ম করছে। তাদের আমরা কোনোভাবেই দলে রাখতে পারব না। আমরা যারা আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলাম, তাদের জন্য বিতর্কিত হতে পারব না, জনগণের বিরাগভাজন হতে পারব না। যথেষ্ট হয়েছে, এদের চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে। কিছু চাঁদাবাজ, দখলদারদের জন্য বিএনপিকে কলঙ্কিত করা যাবে না।’
তিনি বলেন, ‘বিগত দিনে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির একটা সুনাম অর্জন হয়েছে। জনগণের সহমর্মিতা-সমর্থন বিএনপি আদায় করতে পেরেছে। এখন দুঃখের সঙ্গে বলতে হবে, সেটা অনেক খানি ক্ষতিগ্রস্ত হয়েছে কতিপয় কর্মী সমর্থকের কারণে। এসব বিষয় গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আগামীতে মেধাভিত্তিক রাজনীতির মাধ্যমে জনগণের মন জয় করে ভোট নিশ্চিত করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে।’
উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে ইশরাক বলেন, ‘আমাদের আচার-আচরণ যেমন হওয়া উচিত ছিল, সেটা কি শতভাগ করতে পেরেছি? আমাদের কি দোষ-ত্রুটি, ত্রুটি-বিচ্যুতি হয় নাই? আমাদের মধ্যে কেউ কেউ কি অপকর্ম লিপ্ত হয় নাই? অবশ্যই হয়েছে। অপকর্ম সবদলের লোকজনই করছে, সবাই করছে। বিএনপি বড় দল। এখন আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। যেহেতু আমাদের সামনে নির্বাচন ছাড়া বিকল্প নাই। জনগণের মনকে জয় করে আমাদের রাজনীতি করতে হবে।’
তিনি বলেন, ‘স্বৈরাচার হাসিনার রেখে যাওয়া মিডিয়া কিন্তু পরিবর্তন হয়নি। ৫ আগস্টের পর এরা গর্তের মধ্যে ঢুকে ছিল, এখন মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা দেখতে পারছি পরিকল্পিতভাবে, সংবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির সুনাম ক্ষুন্ন করার জন্য, বিএনপির নেতাদের চরিত্র হননে একটি মহল উঠে পড়ে লেগেছে।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে, সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহীর সদস্য হামিদুর রহমান হামিদ, রফিকুল ইসলাম রাসেল প্রমুখ।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
