রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গাড়ির অবৈধ দখলে রাস্তা বন্দি! যানজটে জনগণের জীবন ছন্দহীন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের প্রধান সড়কগুলোতে অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য দৈনন্দিন জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে।
বিশেষ করে সিদ্দিক সুপার মার্কেট, নিউমার্কেট মোড়, সঙ্গীতা মোড় এবং হাটের মোড় এলাকায় এই সমস্যা তীব্র আকার ধারণ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার পাশে নিয়ম বহির্ভূতভাবে পার্ক করা যানবাহন, প্রাইভেটকার, ইজিবাইক, রিকশা, ভ্যান, বিশেষ করে সিদ্দিক সুপার মার্কেটের সামনে সাতক্ষীরা টু শ্যামনগর ফিটনেস বিহীন ছোট প্রাইভেটকারের কারণে সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যা ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের জন্য মারাত্মক অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে।

পথচারী মো. আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করে বলেন, “রাস্তার মাঝখানে গাড়ি পার্ক করায় হাঁটাচলা করা দায়। বিশেষ করে সিদ্দিক সুপার মার্কেটের সামনে পায়ে হেঁটে যাওয়ার জায়গা থাকে না। এটা এখন নিত্যদিনের সমস্যা।”

সিদ্দিক সুপার মার্কেটের পোশাকের দোকান খাইরে উম্মা’র ম্যানেজার মোঃ রাকিব হোসেন বলেন বলেন, “আমাদের শো-রুমের সামনে দিনভর গাড়ি পার্ক করা থাকে, ফলে গ্রাহকরা দোকানে আসতে পারেন না। এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। প্রশাসনের কাছে দ্রুত এই সমস্যার সমাধান চাই।”

একইভাবে, শহরের ইটাগাছা হাটের মোড় এলাকার বাসিন্দা মোঃ সিরাজুল ইসলাম জানান, “যানজটের কারণে বাচ্চাদের স্কুলে যেতে দেরি হয়ে যায়। রাস্তায় এত গাড়ি থাকে যে পায়ে হেঁটে চলাও কঠিন।”

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, “আমরা জরিমানা করছি, কিন্তু অনেকেই নিয়ম মানতে চান না। পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা থাকলেও, অনেকে রাস্তায় গাড়ি রাখেন।”

স্থানীয় প্রশাসনের কাছে সাধারণ মানুষের দাবি, অবৈধ পার্কিং রোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত পার্কিং সুবিধার ব্যবস্থা করা।

এছাড়া, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতি ও জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা।

এদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে বলছেন, “আর দেরি নয়, এখনই সমাধান চাই।” যানজটের এই সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা এখন সময়ের দাবি। অন্যথায়, সাতক্ষীরা শহরের প্রধান সড়কগুলোর এই দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করতে পারে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদর ইউএনও’র সাথে সাংবাদিক কল্যাণ পরিষদের সাক্ষাৎ

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শোয়াইব আহমেদবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতায় ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বো আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২৫বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল
  • সাতক্ষীরায় পাওয়ার গ্রিডে আগু*ন
  • সাতক্ষীরা পিএন স্কুলে ভারপ্রাপ্তে ১৩ বছর!
  • সাতক্ষীরায় গ্রিড স্টেশনে অ*গ্নিকাণ্ডে বিদ্যুৎ বিপর্যয়
  • সাতক্ষীরার লাবসা ইউনিয়নে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মেরিট পরিবারের উদ্যোগে দশম আঞ্চলিক গণিত উৎসব
  • সাতক্ষীরায় নাগরিক কমিটির আলোচনা সভা
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে চেক বিতরণ
  • সাতক্ষীরায় সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে সাইকেল র‍্যালি
  • কলারোয়ার ক্ষেত্রপাড়া সারকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রিল ভেঙ্গে চুরি
  • ছাব্বিশের বইমেলা পঁচিশের ১৭ ডিসেম্বর শুরু
  • সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষিকাকে লাঞ্ছিত : অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি