আজ আন্তর্জাতিক ডিএনএ দিবস
আজ রোববার (২৫ এপ্রিল) বিশ্ব ডিএনএ দিবস। বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হয়ে থাকে। এ বছর দিনটিকে স্মরণীয় করে উদযাপনের জন্য কমিনিউটি অব বায়োটেকনোলজি বিশ্বখ্যাত একজন নোবেল পুরস্কার বিজয়ী ড. আডা ইয়নাত বিজ্ঞান অ্যাকাডেমির ফেলো অধ্যাপক তোফাজ্জল ইসলামকে প্রবন্ধ উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
২০০৩ সালের ২৫ এপ্রিল বিশ্ব ইতিহাসের অন্যতম একদিন। ঠিক ৬৫ বছর আগে আজকের এই দিনে ওয়াটসন ও ক্রিক ডিএনএ নিয়ে তাদের প্রথম প্রবন্ধ প্রকাশ করেন। তাই ২৫ এপ্রিলকে বিশ্ব ডিএনএ দিবস ঘোষণা করা হয়।
২০১৫ সাল থেকে বাংলাদেশে বিশ্ব ডিএনএ দিবস দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে উদযাপন করা হচ্ছে।
সকল জীবের জীবনরহস্য বহনকারী অণু ডিএনএ। এই ডিএনএ অণুর মধ্যে গোপন কোড আকারে লিখিত আছে জীবের সকল বৈশিষ্ট্য যা বংশানুক্রমে স্থানান্তরিত হয়। জীবের বিচিত্র বৈশিষ্ট্য নির্ণায়ক ডিএনএ এর ক্ষুদ্র অংশ হলো জিন।
বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জীববৈচিত্র্য নিয়ন্ত্রণকারী জিনসমূহের আবিষ্কার এবং ইচ্ছেমতো ডিএনএ অণুতে গোপন কোডে পরিবর্তন করে মানব কল্যাণে নতুন নতুন বিস্ময়কর প্রযুক্তি আবিষ্কার করে চলেছেন।
ডিএনএ-এর মধ্যে ক্ষুদ্রাংশ জিনে ইচ্ছেমতো পরিবর্তন করার কৌশলকে জিন প্রকৌশল বলা হয়। আর জিন প্রকৌশলের মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তিকে জীবপ্রযুক্তি বলা হয়।
সম্প্রতি জীবের ডিএনএকে ফটোশপ বা মাইক্রোসফট ওয়ার্ডের ন্যায় ইচ্ছেমতো এডিট করার সহজ প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে। যাকে জিন এডিটিং প্রযুক্তি বলে। গত বছর দু’জন বিজ্ঞানী- ইমানুয়েল সার্পেন্টিয়ার এবং জেনিফার ডাউডনা সহজ জিন এডিটিং প্রযুক্তি আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পুরষ্কার পেয়েছেন।
ফলে বিজ্ঞানীরা এখন কাঙ্ক্ষিত ডিজাইন অনুযায়ী জীব তৈরির কৌশল রপ্ত করেছেন। জীবের এডিটিং প্রযুক্তি মানবকল্যাণে ব্যাপকভাবে ব্যবহৃত হতে শুরু করেছে।
রহস্যময় ডিএনএ অণু নিয়ে গবেষণা করে অসংখ্য বিজ্ঞানী নোবেল পুরস্কার অর্জন করেছেন। মহামারি করোনাভাইরাস মোকাবিলার সবচেয়ে বড় অস্ত্র পিসিআর পদ্ধতি (রোগ নির্ণয়) এবং ভ্যাকসিন প্রযুক্তি দু’টিও জীবপ্রযুক্তি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)