শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল ইমিগ্রেশনে ভারতফেরত ৩ যাত্রী করোনা পজিটিভ

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত ফেরত তিন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে আক্রান্ত তিন যাত্রী বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা করোনা পরীক্ষার সনদ পজিটিভ ছিল।
আক্রান্ত যাত্রীরা হলেন ঠাকুরগাঁওয়ের হবিবার রহমান, হাবিবুল্লাহ হোসাইন ও কামাল হোসেন।

জানা যায়, এদিকে করোনা আক্রান্ত যাত্রী সুস্থ না হওয়া পর্যন্ত ইমিগ্রেশনে প্রবেশ নিষিদ্ধ থাকলেও আক্রান্ত তিন যাত্রী ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ম্যানেজ করে দেশে ঢুকে পড়েন বলে অভিযোগ উঠেছে। পরে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রে এসে তাঁরা ধরা পড়েন। আক্রান্ত ব্যক্তিদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে চিকিৎসাধীন রাখা হয়েছে। পরবর্তী সময়ে পরীক্ষা করে দেখা হবে আক্রান্ত ব্যক্তিরা কেউ করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত কিনা।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার শুভঙ্কর কুমার মণ্ডল বলেন, ভারত ছাড়া অন্যান্য ওমিক্রন আক্রান্ত দেশের যাত্রীদের বাংলাদেশ ভ্রমণ নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া ভারতে গিয়ে কেউ করোনা আক্রান্ত হলে সুস্থ‍্য না হওয়া পর্যন্ত দেশে আসার সুযোগ নেই। তবে অনিয়ম করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তিনজন করোনা আক্রান্ত যাত্রীকে বাংলাদেশে পাঠায়। বিষয় নিয়ে অভিযোগ জানানো হয়েছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষকে। এমন অনিয়মের কারণে দুঃখ প্রকাশ করেছে তারা। তবে আক্রান্তরা যেহেতু বাংলাদেশি আর দেশে প্রবেশ করেছেন তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের যশোর করোনা ইউনিটের রেড জোনে রাখা হয়েছে। গত ১৫ দিনে ভারত ফেরত সন্দেহভাজন ৬৫ জনকে করোনার র‍্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হয়েছে। এ সময় চারজন করোনা পজিটিভ হয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।

বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু জানান, করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণের কারণে বর্তমানে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কড়াকড়িতে যাত্রী যাতায়াত কমেছে। এ ছাড়া সড়কপথে ভিসা কমে গেছে। বর্তমানে বন্ধ রয়েছে ট্যুরিস্ট ভিসা। মেডিকেল, বিজনেস ও শিক্ষা ভিসায় সীমিত পরিসরে যাত্রী যাতায়াত চালু রয়েছে। বুধবার বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে ৫১২ জন বাংলাদেশি। ভারতীয় নাগরিক বাংলাদেশে এসেছে ১৩৯ জন। বর্তমানে ভারত ভ্রমণে ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর থেকে পরীক্ষা করা করোনা নেগেটিভ সনদ লাগছে। ভারত থেকে ফিরতেও লাগছে নতুন করে করোনা নেগেটিভ সনদ।

একই রকম সংবাদ সমূহ

‘আর একটা পাথর সরানো হলে জীবন ঝালাপালা করে দেবো’ : সিলেটের ডিসি সারোয়ার আলম

‘আর যদি একটি পাথরও সরানো হয়, জীবন ঝালাপালা করে দেবো’— বলে কঠিনবিস্তারিত পড়ুন

পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসেবে শেখ হাসিনার নাম যুক্ত হচ্ছে: আসিফ মাহমুদ

আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে জুলাইবিস্তারিত পড়ুন

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের ২০ শতাংশ করারবিস্তারিত পড়ুন

  • ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরবর্তী সরকারে কোনো পদে থাকব না- ড. মুহাম্মদ ইউনূস
  • বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন
  • গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন, তারপর নির্বাচন: আখতার হোসেন
  • জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণার নির্দেশ
  • ভাত না জোটার দেশে হাঁসের মাংসবিলাস শোভনীয় নয়: আলাল
  • যশোরের শার্শায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু
  • সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • গুলিবিদ্ধ ১৬৭ জনের অনেকেরই মাথার খুলি ছিল না
  • ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ
  • জামায়াতকে নিয়ে ‘ঐক্যের পথে’ ইসলামি দলগুলো