বুধবার, জুন ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নদী শুকিয়ে উঠে এলো গ্রাম!

লিমিয়া নদীতে বাঁধ দেয়া হয়েছিল তিন দশক আগে। দীর্ঘ খরায় নদীর পানি শুকিয়ে গেছে। আর তাতেই বেরিয়ে এসেছে হারিয়ে যাওয়া এক গ্রাম।

স্পেন-পর্তুগাল সীমান্তের কাছে লিমিয়া নদীতে হঠাৎ ভেসে উঠেছে বাড়ির ছাদ। অথচ কিছুদিন আগেও এখানে ছিল অথৈ জল।

স্পেন-পর্তুগাল সীমান্তের কাছে কনচেলো ডি লোবিওস অঞ্চলে লিমিয়া নদীতে বাঁধ তৈরি হয়েছিল ১৯৯০-এর দশকে। বেশ কয়েক বছর সেই এলাকায় বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে জেগে উঠছে নদীর অতলে ঘুমিয়ে থাকা এক গ্রাম। প্রাচীনকালে গ্রামটির নাম ছিল আচেরেদো। তবে এখন কাদামাখা বাড়িঘর দেখে অনেকেরই মনে হচ্ছে এটি যেন ভৌতিক গ্রাম।
আচেরেদো গ্রামে খরার কারণে পানি কমে যাওয়ায় পানির নীচে থাকা একটি গাছ হঠাৎ বেরিয়ে এসেছে।

১৯৯২ সালে বন্যায় তলিয়ে গিয়েছিল পুরো এলাকা। তখনই বাঁধ দিয়ে তৈরি করা হয়েছিল আলটো লিন্ডোজো নামের বিশাল এক জলাধার। এখন ভেসে উঠছে বাড়ি-ঘর, মাত্র ১৫ ভাগ পানি নিয়ে জলাধারটিকেও দেখে মনে হচ্ছে যেন ছোট্ট এক পুকুর।

লোবিওস কাউন্সিলের মেয়র মনে করেন, গত কয়েক মাস, বিশেষ করে জানুয়ারিতে দেখা দেয়া ভয়াবহ খরার কারণেই শুকিয়ে গেছে লিমিয়া নদীর পানি, আর পানি হঠাৎ কমে যাওয়াতেই ভেসে উঠেছে প্রাচীন গ্রামটি।

খরার কারণে লিমিয়া নদীর এখন এমন অবস্থা যে পর্তুগাল সরকার গত ১ ফেব্রুয়ারি এক নির্দেশে বলেছে, বিদ্যুৎ উৎপাদন এবং চাষাবাদে সেচ অব্যাহত রাখতে এখন যেন কেউ আলটো লিনডোসোসহ ছয়টি বাঁধের পানি ব্যবহার না করেন।

ড্রোন থেকে তোলা ছবিতে ধারণা করা হচ্ছে ওখানে হয়ত একটা রেস্তোরাঁ ছিল। ঘরে বিয়ারের খালি বোতল ভর্তি ক্রেট আর ঘরের বাইরে পুরোনো একটা গাড়ি দেখা যাচ্ছে।

লিমিয়া নদীতে প্রাচীন এক গ্রাম ভেসে ওঠায় অনেক ট্যুরিস্ট যাচ্ছেন সেখানে। মাক্সিমিনো পেরেজ রোমেরো গ্রামের একটি বাড়ি দেখে বললেন, ‘‘মনে হলো আমি যেন কোনো পুরোনো ছবি দেখছি। চারপাশ কেমন বিষন্ন।’’

পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য বলছে, স্পেনের জলাধারগুলোতে এখন ধারণক্ষমতার মাত্র ৪৪ শতাংশ পানি রয়েছে। গত দশকের ৬১ শতাংশের তুলনায় তা অনেক কম। তবে ২০১৮ সালের খরার সময় অবশ্য পানি আরো কমে গিয়েছিল।
সূত্র: ডয়চে ভেলে।

একই রকম সংবাদ সমূহ

কে হচ্ছেন ইরানের নতুন প্রেসিডেন্ট

চলতি বছরের মে-তে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন।বিস্তারিত পড়ুন

ছ’মাস না পেরোতেই অযোধ্যার রাম মন্দিরে ফাটল, চুইয়ে পড়ছে পানি

আন্তর্জাতিক ডেস্ক: উদ্বোধনের পর ৬ মাসও পেরোলো না। প্রথম বর্ষাতেই ‘বিপর্যয়’ ভারতেবিস্তারিত পড়ুন

চীনের অদ্ভুত প্রথা ‘ভূত বিয়ে’

সামাজিক ও ধর্মীয়ভাবে প্রাচীনতম প্রথা বিয়ে। বহুকাল ধরে চলে আসা এই প্রথারবিস্তারিত পড়ুন

  • রাশিয়া-উত্তর কোরিয়া প্রতিরক্ষা চুক্তিতে বাড়বে চীনের সঙ্গে সংঘাত:মার্কিন কর্মকর্তা
  • তাইওয়ানের স্বাধীনতা চাইলে ‘মৃত্যুদণ্ড’ দেবে চীন!
  • ইসরাইলি হামলায় ৪৫০ পরীক্ষার্থী নিহত
  • চীনকে ঠেকাতে তিস্তার জন্য বাংলাদেশে দল পাঠাবে ভারত!
  • চীন ও ভারতের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা জাপানের
  • মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা জাতিসংঘে তুলল বাংলাদেশ
  • দালাই লামার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক, কড়া হুঁশিয়ারি চীনের
  • বিশ্বের সবচেয়ে বর্বর সেনাবাহিনী ইসরাইলের: জাতিসংঘ তদন্ত কমিশন
  • ইসরাইলের বাধায় কুরবানি দিতে পারেননি গাজাবাসীর অনেকেই
  • ফিলিস্তিনের গাজায় পশু প্রবেশে বাধা, কোরবানিও করতে দিচ্ছে না ইসরায়েল
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে প্রকম্পিত আরাফাতের ময়দান
  • মালয়েশিয়ায় ১৮ বাংলাদেশিসহ আটক ৪৩ অভিবাসী