সাতক্ষীরার আসাশুনিতে জোর পূর্বক বসত বাড়ির জমি যবরদখল এর চেষ্টা, বাধা প্রদানে সন্ত্রাসী কতৃক দুইজন মারাত্মক আহত।
প্রাপ্ত সুত্রে জানা যায় আসাশুনি উপজেলার বিছট গ্রামের ও একই মৌজায় রমজান গাজীর পাচশতক পৈত্রিক সমপত্তি বাপ দাদার আমল থেকে শান্তি পূর্ণ ভাবে ভোগ দখল করে আসছে। কিন্তু স্হানীয় কিছু ভূমি দশ্যূ ঐ জায়গা জোর পূর্বক দখলের চেষ্টা করে ব্যর্থ হয়। এবিসয়ে রমজান গাজী ঐ ভূমি দশ্যূদের বিরুদ্ধে আশাসনি থানায় সাধারণ ডায়রী করেন যার নং ২৫২ তাং ৬/১১/২২।
উল্লেখ্য শুক্রবার বেলা ১১টার সময় ভূমিদশ্যূ ও সন্ত্রাসী করিম গাজীর নেতৃত্বে রহীম গাজী, রববানি গাজী, রাইহান পিতা সৈয়দ গাজী। বককার গাজী, মোসারফ গাজী, সহ সোবাহান, মাছুম গাজী সহ সঙ্গবদ্ধ হয়ে রড, সাবল, দা, বাশের লাঠি নিয়ে দলবদ্ধ ভাবে রমজান গাজীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে ঐ উল্লেখিত সন্ত্রাসীরা। এসময় রমজান বাধা দিলে সন্ত্রাসীরা তাকে ব্যপক মারধর করে এবং পিতাকে বাচানোর জন্য রমজান এর ছেলে সবুজ গাজী এসে তার বাবার উদ্ধার করতে গেলে সবুজ কে বেদড়ক মারপিট করে সন্ত্রাসীরা।
স্হানীয়রা পিতা পুত্রকে আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে তাদের অবস্থা আশংকা জনক।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]