বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ.লীগ ও বিএনপির মেয়র হলেন যারা

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে বিপুলসংখ্যক জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। ৬০টি পৌর নির্বাচনে ৪৫টিতে আওয়ামী মনোনীত প্রার্থী ও চারজন দলের বিদ্রোহী প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, বিএনপি মনোনীত পৌর মেয়র নির্বাচিত হয়েছেন ৪ জন। আর এ দলের ২ জন বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন।
বৃহৎ এ দুই দলের বাইরে জাতীয় পার্টি ও জাসদের একজন করে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী জিতেছেন ২ জন।

আওয়ামী লীগ থেকে পৌর মেয়র হলেন যারা:
১। কাদের মির্জা, বসুরহাট-নোয়াখালী।
২। লতিফুর রহমান, মোহনগঞ্জ-নেত্রকোনা।
৩। আসাদুল হক, কেন্দুয়া-নেত্রকোনা।
৪। সেলিম রেজা, বোয়ালমারী-ফরিদপুর।
৫। ওমর ফারুক, দাগনভূঞা-ফেনী।
৬। মনিরুজ্জামান, নলডাঙ্গা-নাটোর।
৭। মোক্তাদের মাওলা, সন্দ্বীপ-চট্টগ্রাম।
৮। জহিরুল ইসলাম, লামা-বান্দরবান।
৯। রেজাউল কবির, নজিপুর-নওগাঁ।
১০। সিপার উদ্দিন, কুলাউড়া-মৌলভীবাজার।
১১। জুয়েল আহমেদ, কমলগঞ্জ-মৌলভীবাজার।
১২। নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভা।
১৩। আব্দুর রহমান, মোংলাপোর্ট-বাগেরহাট।
১৪। শাহনেওয়াজ আলী, গুরুদাসপুর-নাটোর।
১৫। রোকসানা মোর্তজা, লালপুর-নাটোর।
১৬। হাসান সারওয়ার, কুলিয়ারচর-কিশোরগঞ্জ।
১৭। খুরশীদ হায়দার, মাগুরা পৌরসভা।
১৮। আশরাফুল আজম, শৈলকূপা-ঝিনাইদহ।
১৯। আমিনুর রশিদ, মনোহরদী-নরসিংদী।
২০। এনামুল হক, মিরপুর-কুষ্টিয়া।
২১। সামছুজ্জামান অরুন, কুমারখালী-কুষ্টিয়া।
২২। আনোয়ার আলী, কুষ্টিয়া পৌরসভা।
২৩। মতিউর রহমান, সারিয়াকান্দি-বগুড়া।
২৪। আব্দুল মালেক, ভবানীগঞ্জ-রাজশাহী।
২৫। আতাউর রহমান, কাকনহাট-রাজশাহী।
২৬। মাহবুবুল আলম, সাঁথিয়া-পাবনা।
২৭। শওকত হোসেন, চান্দিনা-কুমিল্লা।
২৮। গোলাম কিবরিয়া, ফুলবাড়িয়া-ময়মনসিংহ।
২৯। আবুল কালাম, ছাতক-সুনামগঞ্জ।
৩০। নাদের বখত, সুনামগঞ্জ পৌরসভা।
৩১। আক্কাস আলী, বিরামপুর-দিনাজপুর।
৩২। ইসহাক আলী, ঈশ্বরদী-পাবনা।
৩৩। আব্দুল্লাহ আল পাঠান, রায়গঞ্জ-সিরাজগঞ্জ।
৩৪। আব্দুর রউফ, সিরাজগঞ্জ পৌরসভা।
৩৫। নজরুল ইসলাম, উল্লাপাড়া-সিরাজগঞ্জ।
৩৬। বিল্লাল হোসেন, মুক্তাগাছা-ময়মনসিংহ।
৩৭। আব্দুল গনি, সাভার-ঢাকা।
৩৮। কামরুজ্জামান মাজেদ, ফরিদপুর-পাবনা।
৩৯। পারভেজ রহমান, শরীয়তপুর পৌরসভা।
৪০। আনিছুর রহমান, শ্রীপুর-গাজীপুর।
৪১। আহম্মেদ আলী, গাংনী-মেহেরপুর।
আ.লীগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী যারা:
১। হাসিনা গাজী, তারাব-নারায়ণগঞ্জ।
২। গোলাম হাসনাইন, ভাঙ্গুড়া-পাবনা।
৩। হান্নান তালুকদার, কাজিপুর-সিরাজগঞ্জ।
৪। হাবিবুর রহমান, পিরোজপুর পৌরসভা।
বিএনপি থেকে পৌর মেয়র হলেন যারা:
১। তোফাজ্জল হোসেন, সান্তাহার-বগুড়া।
২। জাহাঙ্গীর আলম, দিনাজপুর পৌরসভা।
৩। ছাবির আহমদ, নবীগঞ্জ-হবিগঞ্জ।
৪। হাবিবুর রহমান, মাধবপুর-হবিগঞ্জ।

পৌর নির্বাচনে যেসব স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন:
১। আক্তার হোসেন, জগন্নাথপুর-সুনামগঞ্জ।
২। মুক্তার আলী, আড়ানী-রাজশাহী।
৩। জানে আলম, শেরপুর-বগুড়া।
৪। মনিরুজ্জামান বকুল, ধনবাড়ী-টাঙ্গাইল।
৫। সাজ্জাদুল হক, বেলকুচি-সিরাজগঞ্জ।
৬। মোহাম্মদ হোসেন, নাগেশ্বরী-কুড়িগ্রাম।
৭। মোশারফ হোসেন, বীরগঞ্জ-দিনাজপুর।
৮। মতলুবর রহমান, গাইবন্ধা পৌরসভা।
অন্যান্য দল থেকে নির্বাচিত যারা:
জাতীয় পার্টি থেকে:
১। আব্দুর রশিদ, সুন্দরগঞ্জ-গাইবান্ধা।
জাসদ থেকে:
১। আনোয়ারুল কবীর, ভেড়ামারা-কুষ্টিয়া।

একই রকম সংবাদ সমূহ

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, শূন্য পদ ৩৬৮৮

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিকালে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এবিস্তারিত পড়ুন

কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাট হয়ে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ

অবশেষে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলের পয়েন্ট নির্ধারণ হয়েছে। কক্সবাজার পৌরসভার নুনিয়ারছরা বিআইডব্লিউটিএ ঘাটবিস্তারিত পড়ুন

যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি

নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেয়ারবিস্তারিত পড়ুন

  • শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন: অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান
  • সংখ্যালঘুদের দাবির প্রতি আমরা শ্রদ্ধাশীল, সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ : উপদেষ্টা নাহিদ
  • প্রধান সড়কে অটোরিকশা চলবে না: ডিএমপি কমিশনার
  • আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন
  • ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি করছে ইসকন: হাসনাত
  • দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর
  • শে*খ হা*সিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে
  • তিন মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে: মির্জা ফখরুল
  • ৪৬তম বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ, উত্তীর্ণ ২১৩৯৭
  • ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মার্কিন দূতাবাস থেকে বাসায় খালেদা জিয়া
  • উপজেলা নির্বাচনে বাদ যেতে পারে নারী ভাইস চেয়ারম্যান পদ
  • আইনজীবী হত্যার প্রতিবেদনে পুলিশের বক্তব্য নেয়নি রয়টার্স: প্রধান উপদেষ্টার প্রেস উইং